দাড়িওয়ালা শকুন
বৈজ্ঞানিক নাম Gypaetus barbatus। Gypaetus গোত্রের একমাত্র সদস্য দাড়িওয়ালা শকুন (Bearded Vulture) ল্যামারগায়ার (Lammergeier) নামেও পরিচিত। পৃথিবীর সবচেয়ে প্রাচীন শকুন প্রজাতির একটি। ভারত, তিব্বত ছাড়াও এদেরকে দক্ষিণ ইউরোপ ও আফ্রিকার পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এদের এক একটি ডানা লম্বায় ৫ ফুট পর্যন্ত হয়। পিঠ ও ডানার পালকগুলো সাদা-কালো এবং গলা থেকে পা পর্যন্ত সোনালি। মৃত প্রাণীর মাংসই এদের আহার। এরা মৃত প্রাণীর হাড়ও খায়, খাওয়ার পদ্ধতিটা মজার, এরা বড় হাড় অনেক উঁচু থেকে মাটিতে ফেলে ভাঙে, তারপর টুকরো হাড়গুলো খায়। তাই এদের আদি নাম ছিল ‘বোন ব্রেকার’। এরা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। আইইউসিএন-এর হিসাবে দাড়িওয়ালা শকুন বিপন্ন প্রাণী।
দাড়িওয়ালা শকুন, Lammergeier, Gypaetus barbatus, Bearded Vulture
No comments:
Post a Comment