The Sundarbans is a natural region in Bengal. It is the largest single block of tidal halophytic mangrove forest in the world. The Sunderbans is approximately 10,000 km2 of which 60% is located in Bangladesh with the remainder in India The Sundarbans National Park is a National Park, Tiger Reserve, and a Biosphere Reserve located in the Sundarbans delta in the Indian state of West Bengal. Sundarbans South, East and West are three protected forests in Bangladesh.

স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর নি’র্মম কাণ্ড, এরপর…

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহ’ত্যা করেছেন শারমিন আকতার (২৬) নামে এক গৃহবধূ। তিনি ওমান প্রবাসী মো. সাইফুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ ৯নং ওয়ার্ডের ঘাটিয়াল পাড়ায় গৃহবধূর শ্বশুর বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার মতো ভয়াবহ এ ঘটনাটি ঘটে।

এ সময় গৃহবধূ শারমিনকে বাঁচাতে গিয়ে তার স্বামী মো. সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

এলাকাবাসীরা জানায়, ১০ বছর আগে বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ ৯নং ওয়ার্ডের ঘাটিয়াল পাড়ার আমিনুল ইসলামের ছেলে সাইফুলের সাথে চান্দঁগাও মোহরা এলাকার আবুল কাসেমের কন্যা শারমিনের পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পরেই জীবিকার সন্ধানে ওমানে পাড়ি জমান সাইফুল। প্রবাসে অবস্থানকালীন সময়ে সাইফুল জানতে পারেন তার স্ত্রী শারমিন প্রায় সময় মোবাইলে অন্য কারো সঙ্গে কথা বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়, এমনকি এ নিয়ে মারধরের ঘটনা ও ঘটে। এক পর্যায়ে শারমিন বাপের বাড়ি চলে যায়।

সম্প্রতি তা নিয়ে উভয় পরিবারের বৈঠকের পর শারমিন কয়েকমাস আগে শ্বশুর বাড়িতে ফিরে আসেন। ৩/৪ মাস আগে ওমান থেকে বাড়িতে আসেন সাইফুল। তাদের সংসারে ইসফা নামের ৯ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বৃহস্পতিবার রাত ১২টার সময় দগ্ধ এক দম্পতিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগলে তাকে বাঁচাতে গিয়ে স্বামীও দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি।
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Search This Blog

Total Pageviews

Home Vision. Powered by Blogger.

Visitor Counter

Featured Post

Royal Bengal Tiger: The Icon of the Sundarbans

Labels

Recent Posts