Sunday, September 8, 2019

সুন্দরবনে চোরাই ডিজেলসহ দু’জন আটক


পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্চে চোরাই ডিজেল ভর্তি একটি ট্রলারসহ দু’জনকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। বুধবার রাত আড়াইটার দিকে সুন্দরবনে কালিরখাল সংলগ্ন আড়পাঙ্গাশিয়া নদী দিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে ডিজেল পাচারের সময় টের পেয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামানের নেতৃত্বে সদস্যরা মালামালসহ ওই দুই চোরা কারবারিকে আটক করে।
আটককৃত দুই চোরা কারবারি হলো ২নং কয়রা এলাকার মুনসুর ঢালীর ছেলে মোশারাফ হোসেন ও কয়রা বকুল বাজার এলাকার খলিল সরদারের ছেলে রবিউল সরদার।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজেল পাচারের খবর গোপনে জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১হাজার ৬শত লিটার ডিজেল ও একটি ট্রলার সহ দুইজনকে আটক করা হয়। আটক চোরা কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সাতক্ষীরা সহকারী রেঞ্চ কর্মকর্তা এসিএফ জিএম রফিক আহম্মেদ বলেন, সুন্দরবনে চোরা কারবার রোধে বন বিভাগের টহল অব্যাহত আছে। Source Link

No comments:

Post a Comment