ইবোলা (Ebola) ইবোলা রোগ(virus) বর্তমানে ভয়ংকর আকার ধারণ করছে।ইবোলায় আক্রান্ত মানুষের মাধ্যমে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশের বিভিন্ন শহরে এবং গ্রামে । শুনলাম ইন্ডিয়াতেও এই রোগ ধরা পড়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই রোগ থেকে । যেহেতু ইন্ডিয়াতে ইবোলা ধরা পড়েছে সেহেতু বাংলাদেশে আসতে খুব একটা সময় লাগবে না। তাই সচেতন হওয়া এবং করা খুবই জরুরী । তাই কিছু সময় পড়লাম, নিজে জানলাম এবং ক্ষুদ্র প্রচেষ্টা করলাম আপনাদের জানানোর। বাকি সবকিছুই আল্লাহ'র ইচ্ছা ।
ইবোলা রোগের লক্ষণ:
১) জ্বর
এবং মাথা ব্যথা
এবং মাথা ব্যথা
২) বমি
৩) পাতলা পায়খানা
৪) শরীর বিভিন্ন অঙ্গ
দিয়ে রক্ত ক্ষরণ
দিয়ে রক্ত ক্ষরণ
৫) পেশীতে ব্যথা
৬) চামড়ায় ফোস্কা
ইবোলা ভাইরাস
কিভাবে ছড়ায় ?
ইবোলায় আক্রান্ত
রোগীর স্পর্শ, রক্ত,
থুতু/
লালা, বমি, মল/ পায়খানা, প্রস্রাব
এই
সবের
মাধ্যমে ইবোলা ভাইরাস
ছড়িয়ে পড়ে এক দেহ
থেকে আরেক দেহে । তাছাড়াও
বন্য পশু যেমন বানর,
শিম্পাঞ্জি, বাদুর
এবং মৃত পশুর মাংস
খেলে এই রোগ
হতে পারে। বাদুড় অথবা কোন প্রাণীর
কামড় দেয়া কোন
ফল খাবেন না। [ যেমন
ধরেন বাদুর লিচু
খায় । যদি কোন বাদুর
লিচুতে কামড় দেয়
এবং আপনারে খাইতে বলে তাহলে খাওয়া যাবে না।
খাইলে কিন্তু খবর
আছে। অর্থাৎ ক্ষত ফল
খাওয়া যাবে না।
ক্ষত ফল
খেলে ইবোলায় আক্রান্ত হওয়ার
সম্ভাবনা থাকে ]
তাহলে কি করতে হবে ?
বাহিরে গেলে অবশ্যই
বাসায়
ফিরে সাবান দিয়ে ভাল করে হাত,
পা,
মুখ ধৌত করুন ।
ধনী বাপের সন্তান
হলে হাত ধোয়ার জন্য
হেন্ড ওয়াস, মুখ ধোয়ার জন্য ফেইস
ওয়াস
এবং পা ধোয়ার জন্য
যদি আলাদা কিছু
থাকে তাহলে তা ব্যবহার
করুন। অর্থাৎ সবসময় পরিষ্কার
থাকুন । বন্য পশুর
মাংস
খাওয়া যতসম্ভব
এড়িয়ে চলুন । [ যদিও
আমাদের দেশে বানর,
শিম্পাঞ্জি এবং বাদুর
কেও খায়
বলে মনে হয়
না তারপরেও মানুষ
বড়
আজিব। যদি কেও
লুকিয়ে লুকিয়ে এইসবের
মাংস খান
তাহলে বন্ধ করুন ]
আমি যতটুকু
পেরেছি জানানোর
চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আপনিও
করবেন ।
কিভাবে ছড়ায় ?
ইবোলায় আক্রান্ত
রোগীর স্পর্শ, রক্ত,
থুতু/
লালা, বমি, মল/ পায়খানা, প্রস্রাব
এই
সবের
মাধ্যমে ইবোলা ভাইরাস
ছড়িয়ে পড়ে এক দেহ
থেকে আরেক দেহে । তাছাড়াও
বন্য পশু যেমন বানর,
শিম্পাঞ্জি, বাদুর
এবং মৃত পশুর মাংস
খেলে এই রোগ
হতে পারে। বাদুড় অথবা কোন প্রাণীর
কামড় দেয়া কোন
ফল খাবেন না। [ যেমন
ধরেন বাদুর লিচু
খায় । যদি কোন বাদুর
লিচুতে কামড় দেয়
এবং আপনারে খাইতে বলে তাহলে খাওয়া যাবে না।
খাইলে কিন্তু খবর
আছে। অর্থাৎ ক্ষত ফল
খাওয়া যাবে না।
ক্ষত ফল
খেলে ইবোলায় আক্রান্ত হওয়ার
সম্ভাবনা থাকে ]
তাহলে কি করতে হবে ?
বাহিরে গেলে অবশ্যই
বাসায়
ফিরে সাবান দিয়ে ভাল করে হাত,
পা,
মুখ ধৌত করুন ।
ধনী বাপের সন্তান
হলে হাত ধোয়ার জন্য
হেন্ড ওয়াস, মুখ ধোয়ার জন্য ফেইস
ওয়াস
এবং পা ধোয়ার জন্য
যদি আলাদা কিছু
থাকে তাহলে তা ব্যবহার
করুন। অর্থাৎ সবসময় পরিষ্কার
থাকুন । বন্য পশুর
মাংস
খাওয়া যতসম্ভব
এড়িয়ে চলুন । [ যদিও
আমাদের দেশে বানর,
শিম্পাঞ্জি এবং বাদুর
কেও খায়
বলে মনে হয়
না তারপরেও মানুষ
বড়
আজিব। যদি কেও
লুকিয়ে লুকিয়ে এইসবের
মাংস খান
তাহলে বন্ধ করুন ]
আমি যতটুকু
পেরেছি জানানোর
চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আপনিও
করবেন ।
সুস্থ থাকুন, ভাল থাকুন
No comments:
Post a Comment