সাতক্ষীরা নিউজ.কম ::আসছে ‘ময়নামতি’ ছবির রিমেক ‘অনেক সাধের ময়না’ ছবিটি। আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে ততোই সবার আগ্রহ বাড়ছে ছবিটি নিয়ে। দর্শক, হল মালিক এবং বুকিং এজেন্টদের পাশাপাশি মিডিয়ায়ও নানানভাবে মুগ্ধতা ছড়াচ্ছে ‘অনেক সাধের ময়না’। ইউটিউব এবং ফেসবুকে বেশ আলোড়ন তুলেছে ছবিটি। ইউটিউবে প্রথম টিজার প্রকাশ হওয়ার পর সম্প্রতি দ্বিতীয় টিজারটিও হইচই ফেলে দেয়। দর্শকের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকরাও ছবিটির নির্মাণশেলী, গান, লোকেশন এবং অভিনয়ের প্রশংসা করেছেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, ‘প্রতিটি ছবিই আমার জন্য নতুন অভিজ্ঞতা। তবে অনেক সাধের ময়না আমার জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ বলা চলে। এখানে আমি অভিনয় করেছি কবরী ম্যাডাম যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই চরিত্রে। আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি আমার অভিনয়ে যেন বিন্দুমাত্র অপূর্ণতা না থাকে’।
ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন এবং বাপ্পী।
No comments:
Post a Comment