- ক্যাটেগরি: বিজ্ঞান ও প্রযুক্তি
বিডিনিউজডেস্ক.কম
তারিখঃ০৩.০২.২০১৫
দেশের বাজারে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের বই ও শিক্ষাক্রম অনুসরণ করে দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ের তিনটি সফটওয়্যার। এগুলো তৈরি করেছে বিজয় সফটওয়্যার ও বিজয় কিবোর্ডের জনক মোস্তাফা জব্বারের সফটওয়্যার প্রতিষ্ঠান বিজয় ডিজিটাল।
শিশুরা এই সফটওয়্যারগুলো দিয়ে পাঠ্যবইয়ের বিষয়বস্তুগুলোকে ডিজিটাল যন্ত্রে অধ্যয়ন করতে পারবে। বিজয় প্রাথমিক শিক্ষা ২ সিরিজের এই সফটওয়্যারগুলোতে রয়েছে-
বাংলাঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের সিলেবাস অনুসারে এই সফটওয়্যারটিতে রয়েছে ছবির গল্প: সুন্দরবন, শীতের সকাল, জলপরি ও কাঠুরে, দাদির হাতের মজার পিঠা। প্রবন্ধ রয়েছে: নানা রঙের ফুলফল, দুখুর ছেলেবেলা, খামার বাড়ির পশুপাখি, ছয় ঋতুর দেশ, মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা।
কবিতাঃ আমাদের দেশ, আমি হব, আমাদের ছোট নদী, ট্রেন, প্রার্থনা এবং কাজের আনন্দ। প্রতিটি গল্প, প্রবন্ধ, কবিতার সঙ্গে রয়েছে ইন্টার্যাকটিভ অনুশীলনী
অংকঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের সিলেবাস অনুসারে এই সফটওয়্যারটিতে রয়েছে সংখ্যা: সংখ্যার তুলনা, জোড়-বিজোড় সংখ্যা ও ক্রমবাচক সংখ্যা। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভগ্নাংশ, বাংলাদেশি মুদ্রা ও নোট, পরিমাপ-দৈর্ঘ্য, ওজন, তরলের আয়তন, দিন ও সপ্তাহ, বর্ষপঞ্জি, সময়, জ্যামিতিক আকৃতি। সফটওয়্যারটির প্রতিটি অধ্যায় এক একটি গেম।
ইংরেজিঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের সিলেবাস অনুসারে এই সফটওয়্যারটিতে রয়েছে : Alphabet: A to Z (interactive)। Rhymes: Head and Shoulders, Days of the week, Rainbow। Stories: Rima and the seed, Life every day, The Golden goose Look, listen and say (the unit lessons of the book)। Interactive Exercises following the unit lessons, stories and rhymes।
নতুন এই ৩টি সফটওয়্যার ছাড়াও বিজয় ডিজিটাল এর আগে বিজয় শিশুশিক্ষা-১ নামে শিশুদের জন্য বাংলা, ইংরেজি ও অংক, বিজয় শিশু শিক্ষা-২ নামেও বাংলা, ইংরেজি ও অংক এবং বিজয় প্রাথমিক শিক্ষা-১ এর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ক ৯টি সফটওয়্যার প্রকাশ করেছে। এই নয়টি সফটয়্যার ৩টি সিডিতে পাওয়া যাচ্ছে। প্রতিটি সিডির দাম ২০০ টাকা। বিজয় প্রাথমিক শিক্ষা ২ সিরিজের বাংলা, ইংরেজি ও অংক এই তিনটি সফটওয়্যারের প্রতিটির মূল্য ২০০ টাকা। দেশের সফটওয়্যার/সিডি বিক্রেতাদের কাছে এই সফটওয়্যারগুলো পাওয়া যাবে। আরও জানতে যোগাযোগ: ৭১৯৪০০২। ভিজিট: www.bijoydigital.com
No comments:
Post a Comment