১. মেসের ছেলেদের মধ্যে যে সকল বৈশিষ্ট্য দেখা যায় তার মধ্যে প্রথমটা হলো শুয়ে থাকার
বৈশিষ্ট্য। এরা সারাদিন এক জায়গায় শুয়ে কাটিয়ে দিতে পারে। খাট-ই হলো এদের ঘর
বাড়ি খেলার মাঠ সব। সারাদিন খাটের এ মাথা থেকে ও মাথা গড়াগড়ি খেতে পারে এরা। কোন ক্লান্তি আসে না।
বাড়ি খেলার মাঠ সব। সারাদিন খাটের এ মাথা থেকে ও মাথা গড়াগড়ি খেতে পারে এরা। কোন ক্লান্তি আসে না।
২. সারাদিন মোবাইল/ কম্পিউটার টেপার বৈশিষ্ট্য। মেসের প্রতিটা ছেলের ঘন্টার পর
ঘন্টা একনাগাড়ে ফোন অথবা কম্পিউটার টেপার অসাধারণ দক্ষতা থাকে।
ঘন্টা একনাগাড়ে ফোন অথবা কম্পিউটার টেপার অসাধারণ দক্ষতা থাকে।
৩. বরিশাল, নোয়াখালী, রাজশাহী, ইত্যাদি এলাকার ভাষা রপ্ত থাকে। বেশিরভাগ মেসের ছেলেরাই কয়েক এলাকার ভাষায় কথা বলতে পারে।
৪. মানুষের সাথে সহজে মিশতে পারে। সবার এই গুণ টা না থাকলেও বেশিরভাগ মেসে থাকা ছেলে যে কোন অপরিচিত মানুষের সাথে খুব অল্প সময়ে মিশে যেতে পারে।
৫. কাজ ফাঁকি দেয়ার অসাধারণ বৈশিষ্ট্য। মেসের ছেলেদের চেনার সহজ উপায় হলো হাতে বাজারের ব্যাগ অথবা কোন কাজ ধরিয়ে দিন। এরা সুন্দর করে ইনিয়ে বিনিয়ে সকল কাজ এড়িয়ে যাবেই যাবে।
৬. বেশিরভাগ মেসের ছেলেই প্রচন্ড রকমের অলস হয়ে থাকে। সারাদিন মেসে শুয়ে কাটিয়ে দিবে তবুও ক্লাসে যাবে না।
৭. দীর্ঘ সময় না খেয়ে থাকার বৈশিষ্ট্য। প্রায় সব মেসেই বুয়ারা মাসে ১৫ দিনই আসে না। তাই
মেসে রান্নাও হয় না। আর বাহিরে গিয়ে খাবার মতো কর্মঠ খুব কম ছেলেরাই হয়। সে জন্য সকাল থেকে বিকাল অথবা সন্ধ্যা পর্যন্ত
এরা অনায়েসে না খেয়ে কাটিয়ে দিতে পারে।
মেসে রান্নাও হয় না। আর বাহিরে গিয়ে খাবার মতো কর্মঠ খুব কম ছেলেরাই হয়। সে জন্য সকাল থেকে বিকাল অথবা সন্ধ্যা পর্যন্ত
এরা অনায়েসে না খেয়ে কাটিয়ে দিতে পারে।
৮. বেশিরভাগ মেসের ছেলেরা কার্ড (টুয়েন্টি নাইন, কল ব্রিজ) খেলায় এক্সপার্ট হয়।
৯. টানা ২-৩ দিন গোসল না করে থাকতে পারার বৈশিষ্ট্য। বেশিরভাগ মেসেই বাড়িওয়ালার প্রহসনে পোলাপান পানি পায় না। তাই এদের এই অভ্যাস টা হয়েই
১০ কয়েল ছাড়াই মশারি বিহীন রুমে হাজার হাজার মশার মাঝে ঘুমাতে পারার বৈশিষ্ট্য। যাদের নিত্যদিনের সঙ্গী ছারপোকা, মশা তাদের জন্য বাম হাতের খেল।
No comments:
Post a Comment