একটি ছেলে একটি মেয়েকে খুব ভালবাসতো। কলেজে তাদের রোজ দেখা হতো। কিন্তু ছেলেটি মেয়েটিকে কখনো তার ভালবাসার কথা বলতে পারতো না।তারা কলেজ ক্যান্টিন এ সবাই আড্ডা দিত।
ছেলেটি মেয়েটিকে অনুশরন করতো। মেয়েটির হাসি সব সময় ছেলেটির চোখে ভাসতো। ছেলের বন্ধুরা সবাই জানত তার ভালবাসার কথা।
ছেলেটির বন্ধুরা সবাই তাকে আগ্রহ করে তুলল মেয়েটিকে প্রপোজ করার জন্য। সহস যোগাতে লাগলো বলল। তুই যে মেয়েটিকে একা ভালবাসিস তা নাও হতে পারে। কলেজের আরো অনেকেই তাকে ভালবাসতে পারে এটাই স্বাভাবিক। এখন যদি তুই তাকে তোর ভালবাসার কথা না বলিস পরে তোর ভালবাসা হারিয়ে যাবে...।
ছেলেটি অনেক ভেবে মনে সাহস করল,প্রপোজ করার জন্য সীদ্ধান্ত নিল। ওদিকে মেয়েটিও ছেলেটিকে ভালবেসেফেলল.মেয়েটিও তাকে তার ভালবাসার কথা বলার জন্য ভাবল...।
১৪ ই ফেব্রয়ারী
আজ দুজন দুজনকে বলবে বলে ঠিক করল...মেয়েটি আজ অনেক সুন্দর করে সেজেগুজে এসেছে...সে ছেলেটির জন্য অপেক্ষা করছে...।
আজ দুজন দুজনকে বলবে বলে ঠিক করল...মেয়েটি আজ অনেক সুন্দর করে সেজেগুজে এসেছে...সে ছেলেটির জন্য অপেক্ষা করছে...।
ছেলেটি ফুলের দোকান থেকে এক গুচ্ছো গোলাপ কিনে নিল..ছেলেটি ভাবছে,আজ তাকে বলতেই হবে,এই সুযোগ মিস করা যাবেনা...আনমোনা হয়ে ছেলেটি রাস্তা পার হতে লাগলো,ঠিক এমন সময় একটা গাড়ি এসে ছেলেটিকা সজোরে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল.অজ্ঞাতো অবস্থায় ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হল...
মেয়েটি দাড়িয়ে আছে,ছেলেটি এখনো কেন আসছেনা...অপেক্ষাযে আর শেষ হয়না.দিন পার হয়ে গেল,ছেলেটির কোনো খোজ নেই..পরের দিন মেয়েটি আনমোনা হয়ে ক্যান্টিনে বসে আছে.হঠাত ছেলেটির এক বন্ধু এসে মেয়েটিকে এক্সিডেন্ট এর কথা জানালো.মেয়েটি হাসপাতালে ছুটে গেল...ছেলেটির ওয়ার্ডে ঢুকে মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো,আর বলতে লাগল,আমি তোমাকে ভালবাসি,তোমাকে অনেক ভালবাসি...ছেলেটি মেয়েটির চোখ মুছে দিয়ে বলল আমিও যে তোমাকে অনেক ভালবাসি....তোমাকে ছাড়া যে আমার বেঁচে থাকাই মিছে....
No comments:
Post a Comment